শিক্ষকিয় অথান্তরঃ
শিক্ষাদাতা অভীক এখন মাস্তুল বাঁধার দড়িতে গাঁথা,
আসন পাকা প্রাধিকার প্রভাব মেনে নিজে নাচা,
পাঠন পরাক্রম নহে উপদল জোরে গলা ফাটা,
শিক্ষার শেকড় সে যে হিমালয় সম তা না বুঝেই ইব্রাহিম সাজা,
গণ্ডী পেরিয়েছ বাপুরা এক সিঁড়ি, বুলি সে যে অক্সফোর্ড বেষ্টন করি.
শিক্ষা জনিতারা আগে জোর ও বল ছাড়, নিয়ামক প্রভাব দূরে রাখ।
অধ্যেতা অধীয়মান নন্দন তনয় ভাব, বঁচিত অবস্থা অধীনের চেয়ে,
শিক্ষক আস্থাস্থাপক অধ্যেতা মর্মে নহে প্রাতিষ্ঠানিক অধিষ্ঠাতা বর্গে,
প্রতিভা আর সহজাত সৃজনী ক্ষমতার শিক্ষা তাই স্বপ্নিল বিভ্রমে।
শিক্ষাদাতা অভীক এখন মাস্তুল বাঁধার দড়িতে গাঁথা,
আসন পাকা প্রাধিকার প্রভাব মেনে নিজে নাচা,
পাঠন পরাক্রম নহে উপদল জোরে গলা ফাটা,
শিক্ষার শেকড় সে যে হিমালয় সম তা না বুঝেই ইব্রাহিম সাজা,
গণ্ডী পেরিয়েছ বাপুরা এক সিঁড়ি, বুলি সে যে অক্সফোর্ড বেষ্টন করি.
শিক্ষা জনিতারা আগে জোর ও বল ছাড়, নিয়ামক প্রভাব দূরে রাখ।
অধ্যেতা অধীয়মান নন্দন তনয় ভাব, বঁচিত অবস্থা অধীনের চেয়ে,
শিক্ষক আস্থাস্থাপক অধ্যেতা মর্মে নহে প্রাতিষ্ঠানিক অধিষ্ঠাতা বর্গে,
প্রতিভা আর সহজাত সৃজনী ক্ষমতার শিক্ষা তাই স্বপ্নিল বিভ্রমে।
Comments
Post a Comment