সুশীল মানে সেবকোচিত
অমায়িক মঙ্গলকর,
বুদ্ধিমত্তা বা দিশক্তি দিয়ে দেখলে
দেশে মোর তা ভিন্নতর।
মন্থরণ ব্যবস্থার মুলে যত
উচ্চ ভ্রমপূর্ণ কারীগণ,
দুর্নীতিবাজ আমলা বলুন,
সরকারী বরাদ্দ আহার কারী বলুন,
সরকারী সত্তাগত নীতিভ্রষ্টতা বলুন,
জনগণের আহারকে স্ব ভুক্তি মনে করিয়া
খাদন বা প্রাশন কারী বলুন,
শেষে সংখ্যাগুরু সুশীলদের পক্ষেই সব রতন।
Comments
Post a Comment