আমরই বাংলা ভাষা ও সামাজিক বিকৃত প্রভাব :


বাংলা ভাষা বাংলা ভাষা ভাষীদের জন্য এক সাধনার প্রাপ্তি, বাংলাদেশ পূর্ব পাকিস্তান থাকা অবস্থায় ২৭ জানুয়ারী ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানের জালিম সরকার যখন বলল- উভয় পাকিস্তানের ভাষা একমাত্র উর্দু উর্দুই থাকবে অথচ পূর্ব পাকিস্তানে ঐ সময় ৯৯% এর চেয়েও বেশী মানুষ বাংলা ভাষাভাষী ছিল আর বাংলা বাংলাদেশীদের হৃদয়ের ভাষা থাকায় (আন্দোলনের প্রখর আকারে) ২৪ দিন পরে সর্বস্তরের মানুষ নিজের জীবন বাজি রেখে "ভাষা রক্ষায়" সরকারের প্রয়োগকৃত ভ্রান্ত নীতির বিরুদ্ধে পদযাত্রা শুরু করলে পশ্চিম পাকিস্তানি সরকারের আদেশে পুলিশ নির্দ্বিধায় গুলি ছোড়ে জার ফলে অনেকেই শহীদ হন আর পূর্ণ ইতিহাস প্রায় সবারই জানা তাই বেশী লম্বা না করে............... আর যাদের জানা নাই ধিক্কার ঐ সব বাংলাদেশীদের যারা বাংলা ভাষায় কথা বলেন অথচ ভাষার ইতিহাস জানেন না।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রতিফলনই আজকের "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" যদিও UNESCO ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি ও তা প্রচার করে।
মুল কথায় আসা যাক, ২১ ফেব্রুয়ারী আমাদের মাত্রিভাসার গুরুত্ব বর্ণনার সাথে সাথে আমাদের স্মরণ করিয়ে দেয় যে
* মাতৃভাষাই আমাদের একমাত্র হৃদয়ের মহার্ঘ পূর্ণ ভাষা
* মাতৃভাষা আমাদের চেতনা এবং ধারনার ভাষা
*মাতৃভাষা আমাদের উচ্ছাস এবং উত্তেজনার ভাষা
*মাতৃভাষা আমাদের এককের প্রতিনিধিত্বের মর্মস্থলের ভাষা
* মাতৃভাষা আমাদের জীবনের ঈষদুষ্ণে ও আন্তরিকতার ভাষা

কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে বিদেশি ভাষার ব্যবহার ও চর্চা এমনকি শিক্ষানীতিতে এমন একটি রীতি চলে আসছে " প্রতিটি শিক্ষানুবিশকে তার পেশায় বা কর্মে উজ্জল মুখী হতে গেলে এমনকি অধিকাংশ প্রতিস্তানের পাঠ্যক্রম ও এখন ইংরেজি নির্ভর (আর যদি ইংরেজি নির্ভর  না হয় তাহলে ছাত্রছাত্রী যে পাওয়া যাবে না আর সমাজের অনেকেই মনে করেন ইংরেজি স্কুল বা প্রতিস্তানে না পড়ালে অনেক অভিভাবকের সমাজে অবস্থান সুদৃঢ় হয়না)
তাই মনে প্রশ্ন জাগে ১৯৫২ সাল  (ভাষা আন্দোলনের বা ভাষার অস্তিতের যাত্রা) থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত (আন্তর্জাতিক মাতৃভাষা  আন্তর্জাতিক অঙ্গনে পরিপূর্ণতা পাওয়া পর্যন্ত) ৫৬ বছর পর যেখানে সমাজের অধিকাংশ কর্ম কাণ্ডে, তাসবিলিতে, দফতর বা কার্যালয়ে, প্রতিস্তান বা সমিতিগৃহে ইংরেজি চর্চা ও প্রাদান্যতা পাচ্ছে তার উপর হিন্দি ভাষার মিডিয়া মাধ্যম দারা পরিবারে নগ্নতার প্রভাব আর তাই আমাদের প্রতিটি বাংলাদেশি সহ আমাদের সরকারের চিন্তা ও কর্মে পদক্ষেপ এরকম হওয়া উচিত যাতে পরবর্তী ৫৬ বছর পরে বাংলা ভাষা শুধু ভাষায়ই সীমাবদ্ধ না থাকে এবং আমাদের সমাজ পরিবেশকে গ্রাস না করে ফেলে। ভাষা শুধু ভাষায় নয়  ভাষা হোক ভালবাসায়।

Comments