একজন নাস্তিকের সাথে আলাপ কালে জিজ্ঞাসা করলাম- আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করে এত নীতিবান হলেন কিভাবে?
উত্তরে- আমরা সব নাস্তিক্রাই আস্তিকদের মতই নৈতিক কারন আমদের আমাদের সহানুভতি ও করুনা বিদ্যমান আর আমাদের ন্যায় বিচারের বোধশক্তি আছে আর আমরা আমাদের প্রকাশ করেছি মর্ম স্থলের মান যা আমদের মস্তিস্ককে সম্পৃক্ত করে যাতে আমরা স্পষ্টতার দ্বারা অন্যর ক্ষতি না করি আবার অন্য দিকে আস্তিকরা
নৈতিক কারন তারা শাস্
তি কে ভয় পায় আর পরবর্তীতে প্রতিদানের আশা করে এতে বুঝা যায় তাদের নৈতিকতা অন্যর উপর নির্ভরশীল।
পরে জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের sense of justice এর সাথে মস্তিষ্কের সম্পর্কটি কে করল?
আপনার ন্যায় বিচারের বোধশক্তির যে বোধশক্তিটা কোথা থেকে আসল?
আর নৈতিকতা নিয়ে খুব কমই লিখিত আইন আছে তার কতক মানুষ দ্বারা লিপিবদ্দ করা যার ভিত্তি সারসংগ্রহ
প্রাকৃতিক আইন থেকে নেয়া এ ব্যাপারে আপনি কি বলবেন?
উনি বলল- আসলে সব গুলাই মানুষের দ্বারা সৃষ্টি প্রথমে গুণীজনরা করেছেন আর এখন সরকারি প্রতিষ্ঠান করে।
মজার বিষয় নাস্তিকরা যখন তাদের যুক্তিতে পারে না তখন মনগড়া বুলি ছাড়ে। যাইহোক পরে উনাকে বললাম যদি কোন মানুষ দ্বারা রাষ্ট্র পক্কের কোন নৈতিকতার আইন করে তবে moral rules of codification কে মাথায় রেখে তা করতে হবে তার কতক আবশ্যকীয় গুলা হচ্ছে-
1. Affiliate Worship 2. incest 3. homicide. 4. commercially worthless 5. meat from the live
6. communal with governmental institution.
পরে উনাকে বললাম ভাই যদি কোন রাষ্ট্র যদি নৈতিক আইন করতে চায় সেখানে কি জন্য ভক্তিতার অর্চনার বিষয়টা রাখল। জবাবে উনি বলল তা টিক বলেছেন। আর তাই নতুনত্ব আবর্তনের পূর্বে নতুনত্বের প্রতিক্রিয়াটা জেনে নেয়া দরকার।

Comments