তবু ও :
শাহ মোহাম্মদ ওমর ফারুক যুবায়ের
জনগণ আজ যুক্তি বিমুখ, ন্যায়বিরুদ্ধ, ও আত্মনিবিষ্ট
তবু ও জনগণকে ভালবাসতে হবে।
যদ্যাপি কল্যাণ কর, সবাই অস্পষ্ট আত্মভরি অভিসন্ধি বলে অভিযুক্ত করবে
তবু ও কল্যাণ ও মঙ্গল করতে হবে।
যদি ও তুমি সফল, অপ্রকৃত মিত্র ও অমিত্র সিদ্ধলাভ করবে
তবু ও সফলকাম হবে।
তুমি আজ যে ভাল কাজ করছ, হয়তবা সবাই তা আগামীকাল ভুলে যাবে
তবু ও ভাল কাজ করতে হবে।
সত্যবাদিতা, ন্যায়পরায়নতা ও সরলতা হয়তবা তোমাকে সমালোচনার যোগ্য করে তুলবে
তবু ও সত্যবাদি ও ন্যায়পরায়ন থাকতে হবে।
সমাজ প্রথায় বড় মানুষ মানে বড় চিন্তা, ছোট মানুষ মানে ছোট চিন্তা
তবু ও বড় চিন্তা করতে হবে।
জনগণ জীবন সংগ্রামে পরাজিতদের অনুগ্রহ ও সুনজর দেখায় আর অধিরাজদের অনুসরন করে
তবু ও পরাজিতদের জন্য প্রচেষ্টার সংগ্রাম করতে হবে।
নতুন করে গড়ে তোলতে হয়তবা বছর লেগে যাবে, যা ক্ষণিকে ধ্বংস হয়ে যেতে পারে
তবু ও নতুন করে গড়তে হবে।
শাহ মোহাম্মদ ওমর ফারুক যুবায়ের
জনগণ আজ যুক্তি বিমুখ, ন্যায়বিরুদ্ধ, ও আত্মনিবিষ্ট
তবু ও জনগণকে ভালবাসতে হবে।
যদ্যাপি কল্যাণ কর, সবাই অস্পষ্ট আত্মভরি অভিসন্ধি বলে অভিযুক্ত করবে
তবু ও কল্যাণ ও মঙ্গল করতে হবে।
যদি ও তুমি সফল, অপ্রকৃত মিত্র ও অমিত্র সিদ্ধলাভ করবে
তবু ও সফলকাম হবে।
তুমি আজ যে ভাল কাজ করছ, হয়তবা সবাই তা আগামীকাল ভুলে যাবে
তবু ও ভাল কাজ করতে হবে।
সত্যবাদিতা, ন্যায়পরায়নতা ও সরলতা হয়তবা তোমাকে সমালোচনার যোগ্য করে তুলবে
তবু ও সত্যবাদি ও ন্যায়পরায়ন থাকতে হবে।
সমাজ প্রথায় বড় মানুষ মানে বড় চিন্তা, ছোট মানুষ মানে ছোট চিন্তা
তবু ও বড় চিন্তা করতে হবে।
জনগণ জীবন সংগ্রামে পরাজিতদের অনুগ্রহ ও সুনজর দেখায় আর অধিরাজদের অনুসরন করে
তবু ও পরাজিতদের জন্য প্রচেষ্টার সংগ্রাম করতে হবে।
নতুন করে গড়ে তোলতে হয়তবা বছর লেগে যাবে, যা ক্ষণিকে ধ্বংস হয়ে যেতে পারে
তবু ও নতুন করে গড়তে হবে।
Comments
Post a Comment