দেশ নিয়ে ভাল বলা


স্বার্থ যেখানে সারা দেশের সেখানে ভালকে ভাল বলা শিখুন খারাপ নয়   

আজ কক্ষপথে প্রায় সব আধুনিক ও প্রজ্ঞাময় জাতির নিজস্ব উপগ্রহ রয়েছে সে হিসেবে প্রত্যেকটি সার্বভৌম দেশ, টেকসই উন্নয়নের অনুধাবনে, অন্যান্য জাতির উপর নির্ভরতা কমাতে নিজস্ব উপগ্রহ থাকা প্রয়োজন। বংবন্ধু-১ প্রথম বাংলাদেশী জিওস্টেশনারি যোগাযোগ উপগ্রহ যা একটি কৃত্রিম উপগ্রহ যা ট্রান্সপন্ডারের মাধ্যমে রেডিও টেলিকমিউনিকেশন সিগন্যাল রিলে বৃদ্ধি করার মাধ্যমে দেশে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল তৈরি করে যোগাযোগ টেলিভিশন, টেলিফোন, রেডিও, ইন্টারনেট এবং সামরিক অ্যাপ্লিকেশন যথাযথ ব্যবহার করতে সহযোগিতা করবে। 
পৃথিবীর কক্ষপথে ২,000 এর বেশি যোগাযোগ উপগ্রহ রয়েছে, যা বেসরকারি ও সরকারী সংস্থাগুলির দ্বারা ব্যবহৃত হয় সেই সব উপগ্রহের নামের সাথে আমাদের নাম সংযুক্তি দেশের জন্য ভাল বিনে খারাপ না। 

এই উপগ্রহটি বিশেষ করে টেলিভিশন, টেলিফোনে এবং ইন্টারনেট সেবা সাধারণত যা বাংলাদেশ বিদেশ ক্রয় করে ঠিক অপরদিকে বর্তমানে টেলিভিশন, রেডিও, টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার জন্য বাংলাদেশ উপগ্রহ ভাড়াতে ১৪ মিলিয়নেরও বেশি ডলার ব্যয় করছে সে হিসেবে উপগ্রহটি বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করবে এবং  সম্প্রচার পরিষেবার  কিছু বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ করে দিবে আর টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-গবেষণা,  প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের পদক্ষেপ নেয়া সহ বংবন্ধু-১ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের নতুন অগ্রগতি অর্জন করবে যা আমাদের দেশকে একটি বৃহৎ পরিমাপযোগ্যতা,বিশ্বমান নির্ভরযোগ্যতা, বহুমুখিতা এবং অধিক কর্মক্ষমতার জন্য একটি দীর্ঘমেয়াদী সেবা প্রদান করবে।সব কিছুর উপর দেশ স্বনির্ভর দেশ হোক ইহা সবার জন্যই মঙ্গলকর।

Comments