আমি আমার কবিতায়

আমি


আমি কচুরিপানা আর পদ্ম ফুলের দেশ,
অর্ধপুড়া নক্ষত্রচূর্ণ আমি, ভাঙা চাঁদের কিরণ সেজে। 

 আমি আকা বাকা পথ এক বিষঢালা নদ,
আমি ব্যর্থতাকে কাগজ ভেবে নদী নালা বা গিরিখাত বয়ে।

আমি সন্ধ্যা আধার, জীবন মানের দুদণ্ড,
 সাদা মনের নীল সপ্নের পক্ষী ডানায় উড়াল দিয়ে।

আমি কপালে নেয়া কাল ধুলোর চাপ,
অক্ষরে বুনা কাটা জঙ্গল আর সহস্র কাচের ঘর পেরিয়ে। 

আমি ভাগ্যের পাতায় কুটো ছাড়া নিশ্চল 
চাঁদের ছুঁয়ায় অপেক্ষমাণ আজ মাঝ পানিতে নৌকায় দাড়িয়ে।

Comments