তুমি আর আমি
তুমি দিগন্তে
সমুদ্রের শেষ সীমানা
আমি সূর্যডুবা আকাশের
বিকঠাকার মেঘ।
তুমি জাজ্বল্যমান
আকাশের চাঁদ
আমি মানব
অভিজ্ঞতালোক ঘেরা জ্যোতি।
তুমি যুবক-
যুবতির হস্ত সাধিত সময়ের প্রেমের কবিতা
আমি পূর্ণ বিকশিত
মানব উন্নয়নের মহাকাব্য।
তুমি আগুনের
শিখায় দগ্ধ প্রদীপ
আমি অগ্নি- জলে মিশ্রিত
জাদু।
তাই আজ তুমি শাসক
প্রহরীদের সমাজ
আর আমি বিদ্রোহী
আলোকিত সংস্কৃতি।
Comments
Post a Comment