বিদ্রোহ ভবিষ্যত
জীবনের স্বপ্নময় ছবির কথা বলে।
মনস্থির লক্ষ্য
জীবনের আমূল পরিবর্তনের কথা বলে।
সুশিক্ষা আত্মবিশ্বাসে
জীবনের নিশ্চিন্ততার কথা বলে।
পরিবার সামাজিক মর্যাদামূল্যবোধে
জীবনের উপকারি সমাধানের কথা বলে।
আশাবাদী মনোভাব
জীবনের আত্ম উন্নয়নের কথা বলে।
চিন্তাশীল মস্তিষ্কে নিরন্তর চাপে
জীবনের অভিজ্ঞতার কথা বলে।
অভিজ্ঞতার ফলাফল
জীবনের দুশ্চিন্তা জয়ের কথা বলে।
সুচিন্তা-মন ধারনা
জীবনের যুক্তিসহ পরিকল্পনার কথা বলে।
হ্যা, জীবনের সবকিছু
সর্বাঙ্গীণ পদ্ধতি গ্রহণ করার কথা বলে।
Comments
Post a Comment