মা দিবস ও বিকৃত জ্ঞান চর্চা

মা দিবস ও বিকৃত জ্ঞান চর্চা -


সত্য অপ্রিয় কিন্তু সমাদৃত। আমরা অনুন্নত দেশের জনগণ পশ্চিমা (ইউরপিয়ান বা ওয়েস্টার্ন) সাজতে বদ্ধ পরিকর, কারন আমাদের সমাজে পশ্চিমাদের (ওয়েস্টার্ন বা ইউরপিয়ানদের) সাথে তাল মেলানো মানেই উন্নতি ও সভ্যতার সাথে এগিয়ে যাওয়া।আর তাই মা দিবস নিয়ে কিছু অপ্রিয় সত্য না লিখে থাকতে পারলাম না। পশ্চিমাদের কুকুর বিড়াল থাকে বাসায় মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে আর আমরা বাংলাদেশী মা বাবাকে আমাদের সর্বস্ব দিয়েও চেষ্টা করি হাসি-খুশী রাখার, আমরা বাংলাদেশী যাদের মা বা বাবা নেই তাদের মাবাবার কথা মনে হওয়ার সাথে সাথেই  আমরা কান্নায় ভেঙ্গে পড়ি।
টিক অন্য দিকে ইসলাম মায়ের পায়ের নিচে জান্নাত বলে দিয়েছে ১৪০০ বছর আগে। তাহলে কেন আমরা অপসংস্কৃতি ও অন্য ধর্মের নব সৃষ্ট বিষয় এনে আমাদের মা বাবার প্রতি সুউচ্চ মমতার সম্পর্ককে ইউরপিয়ান বা পশ্চিমাদের মত "স্মৃতিরক্ষাকর অনুষ্ঠান" বা দিবসে সীমাবদ্ধ রাখব? আল্লাহ তায়ালা সবার মা বাবাকে নেক হায়াত দান করুন আমীন ।
টিক তেমনি মা দিবসেরই ইতিহাসের পেছনের ইতি কথা ও আমার কিছু প্রশ্ন -
 "Anna Marie Jarvis" নামক একজন মহিলা যিনি  "Webster, west Virginia তে ১ মে ১৮৬৪ সালে জন্ম গ্রহণ  করেন। তার শৈশবের দিকে তারা সপরিবারে Grafton, west Virginia তে চলে যান। পড়ালেখা শেষে "Anna Marie Jarvis" কাজের তাগিদে  Philadelphia" বর্তমানের "west Hester Pennsylvania" চলে যান। সর্বস্বীকৃত ঐ সময়কার জন্য উনি উনার মাকে খুব বেশী ভালবাসতেন তাই কর্মস্থল  দূরে থাকায় এবং উনার ভাইয়ের  ব্যবসা "west Hester Pennsylvania" তে থাকায় ভাইবোন দুজনেই west Hester ছেড়ে যেতে  পারছিলেন না । তাই উনার হৃদরোগে আক্রান্ত বৃদ্ধা মা  তখন Grafton  নামক এলাকায় একা থাকতেন । তাই  মাকে তারা "west Hester Pennsylvania" তে নিয়ে আসেন  এবং ৯ মে ১৯০৫ সালে "Anna Marie Jarvis" এর মা মারা যান। যার ফলশ্রুতিতে ১০ মে ১৯০৮ সালে  Anna Jarvis ( মারা যাওয়ার টিক ৩ বছর পরে) স্মৃতিরক্ষাকর   একটি অনুষ্ঠানের আয়োজন করেন। 

এখন প্রশ্ন আসে - ইউরপিয়ানদের স্বীকৃত একজন মা প্রেমিক মহিলার কি "স্মৃতিরক্ষাকর অনুষ্ঠান" করতে তিন বছর লাগার কথা বা "স্মৃতিরক্ষাকর অনুষ্ঠান" করতে কি তিন বছর লাগে ?
উত্তর- ইউরপিয়ান মায়েদের জন্য ঐ সময়ের জন্য ইহাই অনেক বড় প্রাপ্তি । কারন Anna Jarvis এর  Andrew Methodist Episcopal Church (যা বর্তমানের "Mother's day Church" নামে পরিচিত) তে প্রথম স্মৃতিরক্ষাকর অনুষ্ঠান তার জন সম্মুখে আলোচনা ইহাই বলে যে,স্মৃতিরক্ষাকর অনুষ্ঠান কে  স্মৃতিরক্ষাকর বাহ্য লৌকিকতা বা শিষ্টাচার-বিধি করাই তার লক্ষ্য ছিল। 

 মায়ের স্মৃতিরক্ষার জন্য আসলেই কি কোন অনুষ্ঠানের দরকার আছে ?
 উত্তর - Anna Jarvis যে কিনা মা দিবসের প্রবক্তা তার কর্ম বলে না অনুষ্ঠানের দরকার নেই। কারন
Howard H.Wolfe এর ১৯৬২  সালে লেখা "Mother's day and Mother's day church" এর মধ্যে তিনি লিখেছেন যে Anna Jarvis নিজে তার মায়ের ৩য় স্মৃতিরক্ষাকর অনুষ্ঠানের সামাজিক কাজে কর্মব্যস্ততার জন্য উপস্থিত হতে পারেন নি।

প্রশ্ন- স্মৃতিরক্ষাকর অনুষ্ঠানের দিন সামাজিক কর্মব্যস্ততা কি তার শোভা পায় যে কিনা ইউরোপে মা মারা যাবার পর স্মৃতিরক্ষাকর অনুষ্ঠানের প্রবর্তক বা মা দিবসের প্রবর্তক?
উত্তর- নিজে কেন অন্যর উত্তর দিব? কারন অনেক উত্তর যে জানা নেই।

এখন কথা হচ্ছে কি জন্য আমরা বাংলাদেশীরা বা মুসলমানরা আমাদের ভাল জিনিস গুলা নিজেকে আধুনিক সাজানোর জন্য বা নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে চালানোর জন্য নষ্ট করব। আমাদের ধর্ম, আমাদের সমাজ, এবং আমাদের সংস্কৃতি আমাদের মা বাবাকে যথাযথ সম্মান দেয়া শিখিয়েছে আমাদের মাবাবার জন্য আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষন, প্রতিটি দিন বরাদ্দ করা আমাদের মা বাবার জন্য নৈমিত্তিক, উপস্থিতমত নির্মিত, অনবহিতদের মত, বিস্মৃতিপ্রবণ একটি দিবস দরকার নেই ।

Comments