নিরীশ্বরবাদের যুক্তি ও আমাদের বিকৃত ব্যাবহার




নিরীশ্বরবাদের যুক্তি ও আমাদের বিকৃত ব্যাবহার :-
সবাই বলে অজ্ঞেয়বাদ এবং নিরীশ্বরবাদ সমান নয় আমি বলি অজ্ঞেয়বাদ নিরীশ্বরবাদের প্রবর্তক।কোন মুসলমানেরই "god বা ঈশ্বর" বলা উচিত নয় কারন কোন নাস্তিক কোন ধর্মে বিশ্বাসীকে ছোট ছোট বিষয়েও ছাড় না দিয়ে অযথা যুক্তি দিয়ে বিপাকে ফেলতে চায়, কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসি " নিরীশ্বরবাদের সমালোচনার স্বার্থে" কিছু প্রবন্ধ ও অনুচ্ছেদ পড়ছিলাম হঠাৎ একটি জায়গায় লেখা দেখলাম ইংরেজি শব্দ "God" এর স্বরবিষয়ক এবং শব্দতত্ত্বের নমনীয়তা ইতিবাচক/নেতিবাচক নিরীশ্বরবাদের বা নাস্তিকতার অন্যতম কারন।
টিক পরক্ষনেই ইংরেজি শব্দ "GOD" এর শব্দতত্ত্ব নিয়ে পড়তে গিয়ে যা বের হল নিজেই একটু পড়ে দেখুন-

ইংরেজি শব্দ god “ অ্যাংলো প্রাচীন ইংরেজি ভাষা ( যা গোথিকের মধ্যে gudis, আধুনিক স্ক্যান্ডিনইভিআর ভাষায় Gud, আধুনিক জার্মান ভাষায় gott)
 প্রোটো-জার্মানিক  ǥuđán থেকে আহরণ করা হয়েছে বলে মনে করা হয়

ǥuđán তার ব্যাকরণ  ও শব্দতত্ত্ব অনিশ্চিত এবং প্রোটো-ইন্দো ইউরোপীয় নিজেদের মধ্য সম্ভবত এর আকার দ্ব্যর্থক ছিল। যা  ǵ ʰ eu- মূল অর্থ "ঢালা বা  *ǵʰau̯- (*ǵʰeu̯h2- আমন্ত্রণ বা আবাহন করা আবার ডাকা টিক ঐ সময় সংস্কৃত ভাষায় hūta যার অর্থ দাড়ায় "উত্সৃষ্ট হয়েছে" কিন্তু অনুবাদকে সামান্য স্থানান্তর করলে যাকে উত্সর্গমূলক তৈরি করা হয় মুলত নির্ভর করে কোন সম্ভাবনায় তা উপস্থাপিত হচ্ছে। প্রাক জার্মানিক খৃস্টান অর্থ ("ঢালাও" ক্ষেত্রে) তর্পণ" অথবা "প্রতিমা হিসেবেও হতে পারেগ্রিক χυτη γαια আলোকে  "সমাধিস্তূপ" যার রুপক অর্থ "পৃথিবীতে ঢেলে" আবার "জার্মানিক আকারে প্রথমত বলা হয়ে থাকতে পারে আত্মা যা অন্তর্নিহিত সমাধিত স্তূপে বা "ডাকা" ক্ষেত্রে) "আবাহন, প্রার্থনা" অথবা (সংস্কৃত ব্রহ্ম অর্থ তুলনা, "যা প্রার্থনা করা হয়" )

টিক অন্য দিকে যখন আল্লাহ তায়ালার "আল্লাহ " শব্দটি যখন পড়তে গেলাম আল্লাহু আঁকবার না বলে পারছিনা কারন স্বরবিষয়ক বা ভাষার ধ্বনিসংক্রান্ত বিষয়ে কোন বড় ধরনের পরিবর্তন হয়না যেমন-   
 Eloah (אלוהּ , /ˈælə/  /ˈɑːlə/; বা আরবিতে الله, বা ilāh,  ܐܲܠܵܗܵܐ (ʼAlâhâ),  ܐܠܗܐ (ʼĔlāhā), Alaha (אלהא কোন ভাবেই তা ভিন্ন অর্থ বা উচ্চারণ বহন করেনা।

 আর তাই কোন মুসলমানের  ঈশ্বর বা God  ব্যাবহার করা উচিত নয় কারন আল্লাহ শব্দটি ব্যাবহার করার মাধ্যমে কোন নাস্তিক বা কেউই শব্দতত্ত্ব অনুসারে অনিশ্চিত বোধ কিংবা কোন বিষয়ে প্রশ্নবিদ্দ করতে পারবে না।

Comments