বসুন্ধরা টিস্যু, মানুষ ও আইন

 

বসুন্ধরা টিস্যু উৎপাদন করেনা বরং মানুষ কেও টিস্যুর মত ব্যবহার করে বর্তমানে অনেকেরই এরকম মনে হচ্ছে আবার গতানুগতিক ভাবে অনেকেই বলবেন "When there's a big story in the media, look for the story they are trying to distract you from" মূলত সামাজিক মাধ্যমে মত প্রকাশের বেলায় কেউই আসলে পিছিয়ে নেই যদিও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে, আসলে দেশীয় আইনে মত প্রকাশের অস্তিত্ব নির্দেশনা মূলক (directive) যদিও উন্নত দেশে তারা আইনের ব্যকরন মেনে "প্রতিটি নির্দেশমূলক আইন স্বতন্ত্র হওয়া উচিত মনে করে একক সংহিতাবদ্ধ উদ্ভাসন তৈরি করে রাখে। আমার মতে অপরাধ আওয়াজ /বাজানোর মত স্বল্প/অল্প হলেও নাদ- নিনাদ করতে সংস্পর্শ লাগবেই যদি না আপতিক বা প্রাকৃতিক হয়।


মোবাইলে লিখা অনেক কষ্টের তাই সংক্ষিপ্তসার করাই শ্রেয়, গতানুগতিক লিখিত আইনের বাইরে এসে সম্ভাব্য আইনের বিকাশের স্বার্থে অনুমানমূলক পদ্ধতির সাথে আইনী ফ্রেম পরিবর্তন করা অত্যবশ্যক যেমন - 

"Internal Offense defense (balance and common components) theory" "Brain mechanism" " security Dynamics" "Controversial factors" "assessing and association theory" and "contemporary micro social units" " diffusion control/management" and "cultural obsession" সহ অসংখ্য বিষয় মাথায় রেখে কার্যবিধি সহ সংশ্লিষ্ট বাস্তবিক আইনের পরিবর্তন করা দরকার।


নতুবা বসুন্ধরা নামক গল্পের মত অজস্র গল্পের বিপরীতে জাতিকে বর্তমানে ও আগামীতে উভয়পক্ষীয় স্ট্যাটাস দেয়া ছাড়া আর কিছুই করার থাকবে না সাথে সাথে আইনে প্রয়োগিক ও ফলিত ধারাবাহিক বৈসাদৃশ্য থেকেই যাবে যা প্রাকৃতিক ভাবেই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ব্যাহতি।

Comments